ক্রিকেট

সাদা পোশাকে তাসকিনের ফেরার উপায় বাতলে দিলেন ফিজিও

সাদা পোশাকে তাসকিনের ফেরার উপায় বাতলে দিলেন ফিজিও
বিরতি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরবেন তাসকিন আহমেদ। এই খবর সম্প্রতি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। কাঁধের চোটও তো তাসকিনের সঙ্গী। সেখান থেকে কীভাবে ফিরবেন তিনি, সেই উপায় বাতলে দিলেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম। কাঁধের পুরোনো চোট বারবার ফিরে আসে তাসকিনের কাছে। সেই চোট নিয়ে বেশ ভুগছেন তিনি। মাঝখানে জানিয়েছেন, টেস্ট থেকে সাময়িক বিরতি নিতে চান। মূলত সাদা বলের ক্রিকেটে অধিক মনোযোগী হতে এবং নিজেকে কিছুটা স্বস্তিতে রাখতে এমন কথা জানিয়েছিলেন তিনি। আগামী ১৭ আগস্ট পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেই সিরিজে তাসকিনকে দেখার আশা করছে বিসিবি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে দুই ম্যাচের সিরিজটি। শনিবার (৩ আগস্ট) শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ১৪ জন ক্রিকেটারের স্ট্রেংথ টেস্ট করা হয়। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ফিজিও বায়েজেদুল। তাসকিন প্রসঙ্গে এই ফিজিও বলেন, 'তাসকিন এত দিন টি-টোয়েন্টি খেলেছে, যেখানে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধে সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের সমস্যা যা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। তবে এটা নিয়ে খেলা চালিয়ে নেওয়া যায়। সে যদি পুনর্বাসন ও ফিটনেসের কাজ করে, তাহলে (টেস্ট) খেলে ফেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন অ্যাভেইলেবল আছে।' বায়েজেদুল আরও জানান, 'তবে টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড বাড়াতে হয়, লম্বা স্পেলে বোলিং করতে হয়। ধীরে ধীরে তৈরি হয়ে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন চেষ্টা করে দেখবে। যদি ভালো অনুভব করে, তাহলে সে আবার টেস্ট খেলতে পারবে।' পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আগস্টের ২১ তারিখ অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন সাদা | পোশাকে | তাসকিনের | ফেরার | উপায় | বাতলে | দিলেন | ফিজিও