জাতীয়

ঢাকাসহ ৪ জেলায় ১৫ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ ৪ জেলায় ১৫ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা জেলা ও মহানগর,গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত  সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে জানিয়ে তাদের ঘরের ফেরারও আহ্বান জানান তিনি। শনিবার (৩ আগস্ট) রাতে  সচিবালয়ে আইনশৃংখলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলায় জেলা প্রশাসকরা পরিস্থিতি অনুযায়ী কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। নিজের পদত্যাগ প্রশ্নে তিনি বলেন, যদি পরিস্থিতি তৈরি হয়, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও তিনি প্রস্তুত। তিনি আরও বলেন, অসহযোগ আন্দোলন তারা নস্যাৎ করতে চান না। জনগণ যদি আন্দোলন চায়, করতে পারবে। তবে কেউ মার দিতে চাইলে কেউ বসে থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষার আইনগত অধিকার দেয়া হয়েছে। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাসহ | ৪ | জেলায় | ১৫ | ঘণ্টা | শিথিল | থাকবে | কারফিউ | | স্বরাষ্ট্রমন্ত্রী