আর্কাইভ থেকে বাংলাদেশ

১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ওই  অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দেয়া হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল বলেন, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।  

তিনি বলেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন ১৭ | অঞ্চলের | নদীবন্দরে | সতর্ক | সংকেত