জাতীয়

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন অতিরিক্ত আইজিপি

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন অতিরিক্ত আইজিপি
শেখ হাসিনার পদত্যাগের পর  জনসাধরণের মাঝে স্বস্তি এলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা।  জীবনের শঙ্কায় রয়েছেন অনেক পুলিশ সদস্য। এ অবস্থায় তাদের ধৈর্য্য ধরে, পরিস্থিত মোকাবিলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি। একেএম শহিদুর রহমান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আমরা ভারাক্রান্ত, ব্যথিত এবং আপনার প্রতি সহমর্মিতা। আমরা একটি ক্রান্তিকাল সময় পার করছি। গত কয়েক দিনে আমাদের বেশ কিছু সদস্য বিভিন্ন স্থানে হতাহত হয়েছেন এবং আক্রমনের শিকার হয়েছেন”। তিনি আরও বলেন, “আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন আমাদের সদস্যরা। এবং এখনও অনেক জায়গায় আমাদের সদস্যদের মৃত দেহ পড়ে আছে। আমরা এই পরিস্থিতি থেকে সম্মিলিতভাবে উত্তরণ চাই। আমরা আপনাদের পাশে আছি। এবং অতিশিগগিরই যাতে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সবাই সম্মিলিতভাবে একত্রে কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা সহসায় একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবো বলে আমি আশা করি।” এর আগে কত কয়েকদিন ধরে দেশে সরকার পতনের দাবিতে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে দেশে। পুলিশ-আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয় কয়েশ’ মানুষ। উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গেলো ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ | সদস্যদের | উদ্দেশ্যে | বার্তা | দিলেন | অতিরিক্ত | আইজিপি