জাতীয়

২৪ ঘণ্টায় পুলিশ-বিজিবিসহ ৩০ জনের মরদেহ ঢামেকে

২৪ ঘণ্টায় পুলিশ-বিজিবিসহ ৩০ জনের মরদেহ ঢামেকে
সরকার পতনের ১ দফা দাবিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গেলো ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে র‍্যাব-পুলিশ-বিজিবিসহ অন্তত ৩০ জন এর মরদেহ আনা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত এসব মরদেহ ঢামেকের মর্গে আনা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকে আজ  বুধবার সকাল পর্যন্ত রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জন আহত হন। এরমধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৩০ জনকে মৃত ঘোষণা করেছেন। নিহতরা হলেন– ১। সংসদ ভবন থেকে পুলিশ সদস্য মাহফুজুর রহমান(২৪), ২। বাড্ডা থেকে আশরাফুল হাওলাদার (২০), ৩। কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে অজ্ঞাত (২২), ৪। উত্তরা থেকে হাফেজ মো মাহমুদুল হাসান (২৬), ৫। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৪০) পুলিশ সদস্য, ৬। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৩০), ৭। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য আনোয়ার হোসেন (৫৭), ৮।মতিঝিল থেকে রাব্বি (২১), ৯। গাজীপুর থেকে পুলিশ সদস্য আব্দুল আলিম (৪৬), ১০। হাতিরঝিল থেকে অজ্ঞাত (৩৫), ১১। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৩০) পুলিশ সদস্য, ১২। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য রাসেল মাহমুদ (২১), ১৩। যাত্রাবাড়ী থেকে মনির হোসেন (৪৫), ১৪। উত্তরা পূর্ব থানার এসআই রাসেল (৪৪), ১৫। উত্তরা থেকে অজ্ঞাত (৩৮) পুলিশ সদস্য, ১৬। উত্তরা থেকে অজ্ঞাত (৩২), ১৭। উত্তরা থেকে অজ্ঞাত (৪০), ১৮। গুলশান থেকে আসিফ (১৬), ১৯। কুমিল্লা থেকে পুলিশ সদস্য সুলতান (৩০), ২০। র‍্যাব সদস্য পুলিশ ইন্সপেক্টর হাসমত আলী (৪০), ২১। কামরাঙ্গীরচর থেকে নুর আলম (২১), ২২। র‍্যাব সদস্য বিজিবির জেসিও আনোয়ার (৪১), ২৩। গাজীপুর থেকে বিজিবির নায়েক মো. আব্দুল আলিম (৪৫), ২৪। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য সঞ্জয় কুমার দাস (৩৯), ২৫। উত্তরায় ডিবির ইন্সপেক্টর রাসেল (৩৮), ২৬। বংশাল থেকে শাওন (২২), ২৭। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে অজ্ঞাত (৫০) পুলিশ সদস্য, ২৮। মিরপুর থেকে পুলিশ সদস্য রুবেল (২২), ২৯। পোস্তগোলা থেকে মনির (৪৫) ও  ৩০। হাতিরঝিল থেকে বাপ্পি আহমেদ (৩৫)। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | পুলিশবিজিবিসহ | ৩০ | জনের | মরদেহ | ঢামেকে