ক্রিকেট

আফগান ক্রিকেটার ইহসানুল্লাহ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ

আফগান ক্রিকেটার ইহসানুল্লাহ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ
আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটার ইহসানুল্লাহ জানাত’কে দুর্নীতির দায়ে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার (৭ আগস্ট) এক বিবৃতি দিয়ে এই সংবাদ জানিয়েছে। এই বছরের শুরুতে কাবুল প্রিমিয়ার লিগে এসিবি ও আইসিসির অ্যান্টি করাপশন কোড ভঙ্গ করেন ইহসানুল্লাহ। এসিবি বিবৃতিতে জানিয়েছে, 'আইসিসির অ্যান্টি করাপশন কোড ২.১.১ ভঙ্গ করেছেন জানাত। যেখানে উল্লেখ রয়েছে, ফলাফল ফিক্স করা, অগ্রগতি, আচরণ এবং ম্যাচের যেকোনো দিক পরিবর্তন করায় যিনি জড়িত থাকবেন- তিনি শাস্তির আওতায় আসবেন।' এই দায়ে এসিবি ইহসানুল্লাহকে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। এবং এই ক্রিকেটার তার দায় স্বীকার করেছেন। শুধু ইহসানুল্লাহ নন, আরও ৩ জন খেলোয়াড়কে নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে এসিবি। তারা যদি দোষী সাব্যস্ত হয়, তবে তাদের বিরুদ্ধেও শাস্তি আরোপ করবে আফগান বোর্ড। কাবুল প্রিমিয়ার লিগে ৪ ইনিংস খেলে ৭২ রান সংগ্রহ করেন ইহসানুল্লাহ। দলটি ৬ দলের মধ্যে তলানিতে থেকে লিগ শেষ করে। আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের তিন সংস্করণে ২০ টি ম্যাচ খেলেছেন ইহসানুল্লাহ। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আফগান | ক্রিকেটার | ইহসানুল্লাহ | পাঁচ | বছরের | জন্য | নিষিদ্ধ