ফুটবল

গুলিতে আহত হয়ে হাসপাতালে ফুটবলার বাদশা

গুলিতে আহত হয়ে হাসপাতালে ফুটবলার বাদশা
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সেই আন্দোলন শুরু হলেও, তা এক পর্যায়ে গিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করায়। এই আন্দোলনে সহিংসতায় আহত ও নিহত হয়েছেন বহু মানুষ। চলমান ঘটনা প্রবাহে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা গুলিতে আহত হয়ে এখন হাসপাতালে অবস্থান করছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে টুটুল হোসেন তার এই অবস্থার কথা উল্লেখ করেছেন। নিজ বাসার সামনে থেকে গুলি লাগে টুটুল হোসেনের চোখের ওপরে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে এবং অনেকটাই ভালো আছেন এখন তিনি। ফেসবুকে এই ফুটবলার লিখেছেন, 'গতকাল (সোমবার) আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুঁড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।' টুটুল হোসেন ২০১৩-১৪ মৌসুমে খেলোয়াড়ি জীবন শুরু করেন। প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর খেলেছেন ২০১৭-১৮ মৌসুমে। এই ক্লাবের হয়ে পাঁচ মৌসুমে ৭৫ টি ম্যাচ খেলেন টুটুল হোসেন। তিনি ২০২২-২৩ মৌসুমে আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দেন। জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয় টুটুল হোসেনের। এখন পর্যন্ত ২৩ টি ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন গুলিতে | আহত | হয়ে | হাসপাতালে | ফুটবলার | বাদশা