ফুটবল

মেসির বাড়িতে হামলার ঘটনায় আর্জেন্টিনা প্রেসিডেন্টের ক্ষোভ

মেসির বাড়িতে হামলার ঘটনায় আর্জেন্টিনা প্রেসিডেন্টের ক্ষোভ
লিওনেল মেসির বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। স্পেন সরকারের কাছে প্রেসিডেন্ট মিলেই জানিয়েছেন, সে দেশে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চান তিনি। মূলত স্পেনে মেসির যে বাড়ি রয়েছে, সেখানেই মঙ্গলবার (৬ আগস্ট) হামলা চালানো হয়েছে। গণমাধ্যমে পাওয়া খবর বলছে, পরিবেশবাদী কিছু আন্দোলনকর্মী মেসির বাড়িতে হামলা করেন। হামলা করার সময় বাড়ির দেয়ালে স্প্রে দিয়ে বিভিন্ন লেখা লিখে যান আন্দোলনকারীরা। তারা সেখানে লিখেছেন, ‘ধনীরা নিপাত যাক’, পাশাপাশি মেসিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। পরিবেশে ধনী মানুষদের কারণে বিপর্যয় ঘটছে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। মেসির বাড়িতে হামলার ঘটনার একটি ভিডিও প্রকাশ করে পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’- সেই ভিডিও’র মাধ্যমে তারা বার্তা দেয়, ধনীদের কারণে পৃথিবীর পরিবেশ বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। এমন ঘটনার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলাই একটি বিবৃতি দেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, 'স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেসি এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি। আমি পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। কমিউনিজম হচ্ছে সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ। মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোনো স্থান নেই।' পরিবেশবাদী সংগঠন ফুতোরো ভেজেতাল ২০২২ সাল থেকে পরিবেশ বিষয়ে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে। চলমান সমাজে নানারকম কর্মকাণ্ড ঘটিয়ে তারা প্রতিবাদ জারি রাখার চর্চা করে থাকে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | বাড়িতে | হামলার | ঘটনায় | আর্জেন্টিনা | প্রেসিডেন্টের | ক্ষোভ