আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।এন ঘটনায় ৬১ জন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি পারানা রাজ্যের কাসকাভেল থেকে উড্ডয়ন করে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। সাও পাওলো থেকে ৮০ কিলোমিটার দূরে ভিনহেদো শহরের অবস্থান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এআরটি-৭২ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। পরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা দানিয়েল ডি লিশা বলেন, বাইরে তাকানোর আগেই তিনি প্রচণ্ড শব্দ শুনতে পান। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

ভ্যালিনহসের কর্মকর্তারা জানান, বিমান দুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই। তবে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হলেও বাসিন্দাদের কেউ মারা যায়নি।

 

কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বিমান