বিনোদন

ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য দিলেন জাহারা মিতু

বিনোদন প্রতিবেদন

অমর একুশে বইমেলা-২০২৩-এ প্রকাশিত হয় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই। যেটির মোড়ক উন্মোচন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে মিতু বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। অনেকেই সেই নিউজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নায়িকাকে মেনশন করছেন। 

বিষয়টি নিয়ে  কথা বলেছেন মিতু। যেখানে তিনি বলেন, ‘আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম ভাইয়ার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছি- ভাই, মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি উনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ কর না, শিগগিরই বই বের কর। আমাকে জানিয়ো। এর পর যখন আমার বই বের হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।’

জাহারা মিতু আরও বলেন, ‘আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’

এ সময় যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এটা মানুষের স্বভাব, তাই ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না। পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি। অতীতেও এসবে চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন কাদের