বিনোদন

আয়নাঘরে ছিলাম কিনা জানি না, চোখ বাঁধা ছিল: নওশাবা

বিনোদন প্রতিবেদন

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সে সময় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ আলোচিত হয়। কীভাবে উঠতি এক তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে, তা সবাই নিজ চোখেই দেখেছেন। কিন্তু নওশাবার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমন কি মানসিক-শারীরিক অবস্থার তখন কি হয়েছিল সে কথা কেউ জানেন না। কারণ এ নিয়ে পরে টু শব্দটি করেননি অভিনেত্রী। 

সম্প্রতি গণমাধ্যমে নিজের কাজ ও গ্রেপ্তারের দিনগুলোর কথা জানিয়েছেন নওশাবা। এরপর থেকেই আলোচনায় আসে অভিনেত্রীকে কথিত ‘আয়নাঘর’-এ রাখার বিষয়টি। তবে আসলেই তাঁকে সেই ভয়াল বন্দিঘরে রাখা হয়েছিল কিনা সে বিষয়ে নওশাবা বলেন, ‘আয়নাঘর কিনা সেটা বলতে পারব না। তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এইভাবে ২১ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।’

জেল জীবন কাটিয়ে অভিনয়ে ফেরার চ্যালেঞ্জ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি আমার দুঃখটাকে বিক্রি করতে চাইনি। সেই সময়ে আমার কোনো কাজ ছিল না। কেউ কাজেও নিতেন না। এটা আমার ভীষণ কষ্টের অভিজ্ঞতা। আমি একাই লড়াই করে গেছি। কারও করুণা চাইনি। আমার মেধা থাকলে কাজ পাব, না থাকলে পাব না। কিন্তু কোনো এক সময় আমি শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছিলাম বলে আমার কেরিয়ার ধংস নামবে। আমাকে কালো তালিকায় রাখা হবে এটা মানতে পারব না। এমনটা আর কারো সঙ্গে যেন না হয়।’

বর্তমানে নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন নওশাবা। এছাড়া আরও একটি সিনেমার শুটিংয়ের কিছু অংশ বাকি আছে। যা দ্রুতই শেষ হবে।

এসআই/