শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সিনেমার কিছু দৃশ্য নিয়ে আপত্তি ওঠার কারণে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটি ফেরত পাঠায়। তবে চলচ্চিত্রটির পরিচালক মেহেদী হাসান কিছু দৃশ্য সম্পাদনা করে আজ মঙ্গলবার (২৬ মার্চ) ছবিটি পুনরায় ছাড়পত্রের জন্য জমা দেন। দুপুরে সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটির মুক্তির অনুমতি দেওয়া হয়।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন, ‘প্রত্যেক সিনেমার জন্য কিছু সংশোধনী থাকে, তবে আমার উদ্দেশ্য ছিল ছবির সৃজনশীলতা বজায় রাখা। সংশোধিত দৃশ্যগুলো সিনেমাটির জন্য ক্ষতিকর ছিল না তাই মুক্তির অনুমতি দেওয়া হয়েছে’।
এদিকে ‘বরবাদ’ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য সকাল থেকেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে শাকিব খানের কিছু ভক্ত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অবস্থান নেন।
এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। অন্যান্য চরিত্রে মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার এবং ভারতের যীশু সেনগুপ্ত অভিনয় করেছেন। ছবির একটি গানে নুসরাত জাহানকে পারফর্ম করতে দেখা যাবে।
এসকে//