সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৮ হতে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জন প্রার্থীকে ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
২৮তম থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন তারা।
এতে আরও বলা হয়েছে, লোক প্রশাসন কেন্দ্র অথবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মে যুক্ত হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেখানে নিয়োগ প্রাপ্তদের নাম এবং কে কোন ক্যাডারে নিয়োগ পেয়েছেন তা জানানো হয়েছে।
জেএইচ