আর্কাইভ থেকে বাংলাদেশ

মালবাহী ট্রেনের বগি সরানো হলো ১০ ঘণ্টা পর

মালবাহী ট্রেনের বগি সরানো হলো ১০ ঘণ্টা পর

টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকা থেকে ১০ ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার পর ঢাকা থেকে যাওয়া একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন বগিটি উদ্ধার করে। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে বগিটি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুর মোহাম্মদ খান।

তিনি বলেন, বুধবার দুপুরে রেললাইন থেকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন মালবাহী | ট্রেনের | বগি | সরানো | হলো | ১০ | ঘণ্টা