ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র, রড, লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করতেন বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) ঢাকা কলেজের ৮টি হলে অভিযান পরিচালনা করেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীর জানায়, হল তল্লাশির ক্ষেত্রে তারা শুরুতে ছাত্রলীগ অধ্যুষিত হলগুলোকে অগ্রাধিকার দেয়। তল্লাশির সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকিস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম। প্রতিটি হলেই মেলে দেশীয় অস্ত্র। কোটা সংস্কার আন্দোলন দমনেও এসব ব্যবহারের অভিযোগ রয়েছে।
কলেজের নর্থ হলে শিক্ষাথীরা প্রথমে অভিযান চালান। প্রায় প্রতিটি কক্ষেই মেলে একই রকম সরঞ্জাম। এরপর শিক্ষার্থীরা যান সাউথ হলে। সেখানকার চিত্রও প্রায় একই রকম। ধারালো অস্ত্রের পাশাপাশি মেলে মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদকও।
পরে উদ্ধারকৃত অস্ত্র নর্থ হলের সামনে জড়ো করা হয় ।
প্রসঙ্গত, সাধারণ শিক্ষার্থীদের জন্য হল থেকে ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেয়ার জন্য আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কলেজ প্রশাসন। পরে মেধা ও চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হবে সিট।
আই/এ