অপরাধ

এবার শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নামে উল্ল্যেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ মামলা করেন।

জানা যায়, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে ১৬টি মামলা হলো।  যার মধ্যে ১৫টি মামলাতেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ হাসিনা