কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইং নিশ্চিত করেছে।
জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেলো ১৮ আগস্ট আবদুল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ আছে, বদি তার প্রকাশ্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচারে জড়িত। আর তার সম্পদের একটি বড় অংশই আসে মিয়ানমার থেকে মাদক এনে। গত কয়েক বছর ধরে বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও বদিকে মাদকের গডফাদার হিসেবে একাধিকবার চিহ্নিত করেছে ।
আই/এ