আর্কাইভ থেকে বাংলাদেশ

‘জনপ্রতিনিধিদের জমিদারি মানসিকতার থাকলে ক্ষমা নেই’

‘জনপ্রতিনিধিদের জমিদারি মানসিকতার থাকলে ক্ষমা নেই’

জনপ্রতিনিধি হয়ে জমিদারি মনমানসিকতা নিয়ে চলবেন সেটা শেখ হাসিনা কোনোদিন ক্ষমা করবেন না। এই ধরনের ব্যক্তি শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দলে থাকতে পারবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, সবার এসিআর শেখ হাসিনার কাছে আছে। সময় মতো টের পাবেন। এরইমধ্যে কেউ কেউ টের পাচ্ছেন, বাকিরাও পাবেন।

শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মাসেতু করেছেন। এতেই সারাবিশ্ব বুঝেছে বাংলাদেশ কোথায় আছে। কত রাস্তা, কত মহাসড়ক, কত উন্নয়ন হয়েছে। মাওয়া-ভাঙা রাস্তায় গেলে মনে হয় আমরা ইউরোপ আমেরিকায় এসেছি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের এখনো প্রায় ১৫ মাস বাকি আছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বাকি আছে। শেখ হাসিনার এত উন্নয়ন অর্জন দুই-চার জনের অর্পকমের কারণে যেন ম্লান না হয়

আওয়ামী লীগের পরিচয়ে, দলের সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। অন্যায় করে গুটিকয়েক আর দুর্নাম হয় গোটা সরকারের, দুর্নাম হয় গোটা পার্টির। এটা আওয়ামী লীগ হতে দেবে না।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন জনপ্রতিনিধিদের | জমিদারি | মানসিকতার | থাকলে | ক্ষমা | নেই