আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পাপুয়ার এবেপুরা শহর থেকে প্রায় ১৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ বলে জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৩ করা হয়।

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইন্দোনেশিয়া #ভুূমিকম্প