ক্রিকেট

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে লিগাল নোটিশ

স্পোর্টস ডেস্ক

হত্যা মামলার আসামি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো হয়েছে এই লিগ্যাল নোটিশ। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

তিনি বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

পোশাককর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে  সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিলো।  বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেছেন। মামলার এজাহারে, ২৮ নম্বর অভিযুক্ত হিসেবে সাকিব আল হাসানের নাম রয়েছে।  

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ আগস্ট মারা যান।


এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | নোটিশ