বিনোদন

ব্রিটিশ গায়িকা ড্যানিয়েল ম্যুর আর নেই!

বিনোদন প্রতিবেদন

পরপারে পাড়ি জমালেন ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ক্রেজি পির প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর। গেল ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে এ তারকার বয়স হয়েছিল ৫২ বছর।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ক্রেজি পিব্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ এবং দুঃখজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের।

ব্যান্ডটি জানায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

তবে তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে শোকের ছায়া নেমেছে, তা সংগীতজ্ঞদের বিভিন্ন শোকবার্তা জানান দিচ্ছে। রোইসিন মারফি, অপটিমোর জেডি টুইচ ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীতজ্ঞরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড্যানিয়েল ম্যুরকে।

২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কির সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এই গায়িকা।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মিউজিক | গায়িকা