দেশজুড়ে

চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে শোকজ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে।  প্রবাসী সাংবাদিক জুলকারনাইনের অনুরোধে জায়গা-জমির বিরোধের মীমাংসা নিয়ে বিতর্ক সৃষ্টির পর তাকে এ শোকজ করা হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী তাকে শোকজ করেন বলে মানিক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, কিছুদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ফোন করেছিলেন। তিনি অনুরোধ জানিয়েছিলেন যে, তার চাঁদপুরের বাড়ির জায়গা কে বা কারা দখল করছে, বিষয়টি যেন  মানিক দেখেন

মানিক বলেন, পরে জুলকারনাইনের চাচা খুরশীদ সাহেব এবং জেলা বিএনপির দুই নেতা তার বাড়িতে আসেন। তাদের কাছ থেকে তিনি জানতে পারেন, এই জমিগুলো নিয়ে আদালতে মামলা চলমান আছে। তাছাড়া ওইদিন জুমার নামাজের পর  ছাত্রদলের এক নেতার বাবার জানাজা ছিল।

তারই প্রেক্ষিতে তিনি ওই সাংবাদিকের চাচাসহ অন্যদের বলেন, আপনার এখন চলে যান। কারণ বাড়ি থেকে জানাজার স্থান দূরে হওয়ায় সেখানে যাওয়ার প্রস্তুতির বিষয় ছিল মানিকেরকিন্তু খুরশীদ সাহেব জুলকারনাইনকে বলেছেন- তিনি নাকি সাংবাদিকের চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছেনতাদের জায়গা নাকি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন

 

এ বিএনপি নেতা দাবি করেন, সাংবাদিক জুলকারনাইন তার চাচার কাছ থেকে ভুল কথা শুনে ফেসবুকে পোস্ট করেছেন। আজকালের মধ্যেই তিনি শোকজের জবাব দেবেনদল বিষয়টি বুঝতে পারবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন চাঁদপুর | বিএনপি