দেশজুড়ে

দেড় লাখের বেশি ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয় বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ.

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন ২ এর একটি দল উনচিপ্রাং বিওপি সংলগ্ন মেজরের ঘের নামক এলাকায় অবস্থা  নেয়। । রাত সাড়ে ৩টার দিকে টহল দলটি পাঁচ ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি  ধাওয়া করে তাদের একজনকে আটক করে। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কাঞ্চর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মো. ইরফান (২২)। জব্দকৃত ইয়াবাসহ আটক ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইয়াবা