নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। কয়েকদিনের সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭ জন। আর এর মধ্যেই রাজ্যেটির রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিশাল বিক্ষোভ।
ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নাউ সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ( ৮ সেপ্টেম্বর) রাতে বিশাল সংখ্যক মানুষ রাজ্যটির রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে।
সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিবাদে রোববার রাতে হাজার হাজার মানুষ মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন, প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। এসময় তারা রাজ্য পুলিশ প্রধানের অপসারণের দাবিতে স্লোগান দেন।
এনএস/