আর্কাইভ থেকে বাংলাদেশ

রিভাসহ ১৪ ছাত্রলীগ নেত্রীর হাইকোর্টে জামিন

রিভাসহ ১৪ ছাত্রলীগ নেত্রীর হাইকোর্টে জামিন

দুই পক্ষের মারামারির ঘটনায় করা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া ১৪ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে আগাম জামিন চান তারা। পরে সব শুনে আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

ছাত্রলীগের এই ১৪ নেত্রীকে ৬ সপ্তাহ পরে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

তারা হলেন- কামরুন নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরীন সুমি, ফারজানা নীলা, তামান্না জেসমিন রিভা, রাজিয়া সুলতানা, রিতু আক্তার, মীম ইসলাম, লুজ্জাত ফারিয়া রোকসানা, নুর জাহান এবং আনিকা তাবাসসুম স্বর্ণা।


এর আগে গেলো সোমবার (৪ অক্টোবর) বহিষ্কৃত ৯ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। 

প্রসঙ্গত,গেলো ২৫ সেপ্টেম্বর ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ সভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় ১০ জন আহত হন। ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়।

পরে ২৮ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে মামলার আবেদন করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। ওই মামলার আসামিরা হলেন- সভাপতি তামান্না জেসমিন রিভা, রাজিয়া সুলতানা, নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

 

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন রিভাসহ | ১৪ | ছাত্রলীগ | নেত্রীর | হাইকোর্টে | জামিন