জাতীয়

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাংগীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে।

জাহাংগীর আলমকে ডামি নির্বাচনের কারিগরও বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন। সবশেষ তার দ্বায়িত্বের সময় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রেপ্তার