ফুটবল

শাস্তি কমলো পগবার

ডোপ-বিরোধী বিধি ভাঙার কারণে দায়ে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো পল পগবাকে। তবে আপিলে সেই শাস্তি কমলো বিশ্বকাপ এই জয়ী ফরাসি মিডফিল্ডারে।

চার বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।

শুক্রবার ( ৪ অক্টোবর) সিএএস-এর মহাপরিচালক মাথিউ রিব বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন এই খবর।

নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন ৩১ বছর বয়সী পগবা। ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে তার।

এ সম্পর্কিত আরও পড়ুন পগবা | শাস্তি