বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
শুক্রবার (৪ অক্টোবর) নওগাঁ সদর থানাধীন দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হামলা ও হত্যা মামলায় ডাবলু সরকার এতদিন পলাতক ছিলেন। র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ থেকে ডাবলুকে গ্রেপ্তার করা হয়।
ডাবলুর নামে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, নওগাঁ অথবা জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে আজ ডাবলু সরকারকে রাজশাহী র্যাবের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাকে আদালতে তোলা হবে।
এএম/