শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বিগত সরকারের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই অগাস্টের প্রথম সপ্তাহে সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেলো ৫, ৬ ও ৭ আগস্ট এসব ব্যাক্তিরা পালিয়ে গেছেন। তবে এখন পালানো দুরূহ হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রভাবশালী আওয়ামী নেতাদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাদের গ্রেপ্তার করা। সাংবাদিকদের দায়িত্ব সরকারকে তথ্য দেয়া। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, গণমাধ্যমকেও অনুসন্ধানি সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
অকারণে আসামি করার বিষয়ে তিনি আরও বলেন, এখন কোনো মামলা পুলিশ বাদি হয়ে করছে না। মামলাগুলো করছে সাধারণ জনগণ। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ