ফুটবল

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন রিয়াদ

২০২১ সালে অনেকটা চুপিসারে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।  তবে এবার চুপিসারে নয় দিল্লিতে আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন রিয়াদ। 

সূত্র ধরে গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আরও আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তাঁর মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

তার মানে সব ঠিক থাকলে এই টাইগার অলরাউন্ডার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলবেন ১২ অক্টোবর হায়দরাবাদে। তার আগে পরশু দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতেও।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াদ | টি-টোয়েন্টি