খেলাধুলা

রোহিতকে নিয়ে ভবিষ্যৎ-বার্তা দিলেন ছোটবেলার কোচ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রোহিত শর্মার টি-টোয়েন্টি সংস্করণের যাত্রা শেষ হয়েছে আনন্দ নিয়ে। ভারতের হয়ে বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন। এখনো খেলে যাচ্ছেন টেস্ট ও ওডিআই। এই দুই সংস্করণ থেকে এখনো অবসরের কোনো গুঞ্জন পাওয়া যায়নি। যদিও বয়সটা বেড়ে চলেছে দিনদিন। এরমধ্যে ভারতীয় অধিনায়কের ছোটবেলার কোচ বড় এক ভবিষ্যৎ বার্তা দিয়ে রাখলেন রোহিতকে।

রোহিতের ছোটবেলার কোচ দীনেশ ল্যাড। সম্প্রতি গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’ এর সঙ্গে কথা বলেছেন তিনি। দীনেশ বলেন, ‘আমি বলছি না রোহিত শর্মা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে অবসরে যাবে, তবে সে যেতেও পারে। তার বয়স যেমন বাড়ছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারে সে।‘

এরপর দীনেশ রোহিতকে নিয়ে বলেন, ‘এমন হতে পারে যে, সে নিজেকে ওডিআই ক্রিকেটে ফিট রাখতে চায়। যাইহোক, আমি শতভাগ প্রতিশ্রুতি দিতে পারি, রোহিত শর্মা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলবে।

সম্প্রতি রোহিতের অধীনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। আগামী ১৬ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সব ঠিক থাকলে সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিত শর্মা