আন্তর্জাতিক

হিজবুল্লাহর চেইন অব কমান্ড ঠিক আছে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর চেইন অব কমান্ড এখনো বজায় আছে বলে জানিয়েছে রাশিয়া।

বুধবার (৯ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, হিজবুল্লাহ এখনো নিজেদের সুসংগঠিত রেখেছে এবং ইসরাইলের হামলার পরও তাদের চেইন অব কমান্ড ভাঙেনি।

তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা যে সুসংগঠিত আছে সেটি তারা প্রদর্শন করছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেওয়ার জন্য পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করেছেন এই রুশ এই কূটনীতিক।

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া