জাতীয়

গুজব রুখতে র‍্যাবের সাইবার মনিটরিং চলছে : মহাপরিচালক

আমরা প্রায়ই দেখি ছোট ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয়। র‍্যাব এসবের বিরুদ্ধেও সচেতন আছেএ বিষয়েও র‌্যাবের সাইবার ইউনিট সর্বদা মনিটরিং করছে, যাতে সাইবারে ওয়ার্ল্ডে কোনো অপশক্তি কোনো অপতৎপরতা না চালাতে পারে বলে জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শন শেষে  তিনি এসব কথা বলেন

র‍্যাব প্রধান বলেন,  নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা পালন করতে দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সমন্বয় করে কাজ করছে। কোনো অপশক্তি যেন ন্যূনতম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য র‌্যাব সারাদেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে।

তিনি বলেন, কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোদিন অপশক্তিকে প্রশ্রয় দেয়নি এবং দেবেও না। ২৪ ঘণ্টা তাদের নজরদারি চলছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন র‍্যাব