জাতীয়

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে পুনরায় সমর্থন জানালো জাতিসংঘ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগকে পুনরায় সমর্থন জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো

শুক্রবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেলো বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে রোজমেরি ডিকার্লো এ সমর্থন জানান।

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে সাম্প্রতিক জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতিসংঘের সমর্থন গুরুত্বপূর্ণ'বলে অভিহিত করেন। এসময় জাতিসংঘের সমর্থনের জন্য ডিকার্লোকে ধন্যবাদও জানান তিনি।

বৈঠকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অবদান এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র সচিব জাতিসংঘ শান্তি মিশন কার্যক্রমের বিষয়ে ইউএসজির মাধ্যমে জাতিসংঘের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর অনুরোধ জানান।

এসময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন রোজমেরি।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘ