বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন ইতিহাস গড়তে চলেছে টেসলা। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক উন্মোচন করতে যাচ্ছেন প্রথম রোবোট্যাক্সি, যা নাম দেওয়া হয়েছে “সাইবারক্যাব”। বৃহস্পতিবার(১০ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজন করা হচ্ছে এই আকর্ষণীয় অনুষ্ঠানের।
টেসলার এই রোবোট্যাক্সি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম, অর্থাৎ কোনো চালকের প্রয়োজন নেই। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে সহজেই ভাড়া করতে পারবেন এই গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়ি শিল্পে এটি একটি বড় পদক্ষেপ।
রোবোট্যাক্সির ডিজাইনও বেশ অনন্য। এতে রয়েছে দুটি আসন এবং প্রজাপতির মতো পাখা-স্টাইলের দরজা, যা এই গাড়িকে অন্য স্বয়ংক্রিয় গাড়িগুলোর থেকে আলাদা করেছে। যেখানে অন্যান্য গাড়িগুলোতে সাধারণত লেজারভিত্তিক সেন্সর ব্যবহার করা হয়, সেখানে সাইবারক্যাবে ব্যবহার করা হচ্ছে ক্যামেরা প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটার সিস্টেম, যা সড়কে চলাচলকে আরও নিরাপদ ও স্মার্ট করবে।
সাইবারক্যাবে টেসলার “ফুল সেলফ-ড্রাইভিং” সফটওয়্যারও থাকতে পারে। এবং হয়তো এতে স্টিয়ারিং হুইল বা পেডাল থাকছেও না। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের সমন্বয়ে, এই গাড়ি হতে চলেছে ভবিষ্যতের নতুন পরিবহন মাধ্যম।
জেডএস/