আন্তর্জাতিক

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মার্কিন নাগরিকেরা। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অপব্যবহার ও কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভে নামেন মার্কিনীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে প্রায় ১ হাজার ২০০ বিক্ষোভ-সমাবেশ আয়োজন করার কথা ছিলো।

যুক্তরাষ্টের রাজধানী ওয়াশিংটনে বৈরী আবহাওয়ার মাঝেই হাজার হাজার মানুষ পথে নামেন। শহরের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য তারা বাসের অপেক্ষায় ছিলেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ লেখা প্ল্যাকার্ড। এদিন ন্যাশনাল মল এলাকায় ২০ হাজারের বেশি মানুষ একত্র হওয়ার আশা করছিলেন বিক্ষোভের আয়োজকেরা।

ট্রাম্পবিরোধী এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’। এর একটি অর্থ হতে পারে,‘আমাদের নিজের মতো চলতে দাও’। বিক্ষোভে দেড় শটির মতো গোষ্ঠী অংশ নিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মচারীর মধ্যে ২ লাখের বেশি কর্মীকে ছাঁটাই করেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | ইলন মাস্ক | যুক্তরাষ্ট্র | হ্যান্ডস অফ