আর্কাইভ থেকে বাংলাদেশ

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৫

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৫

গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন ও ২০ জন নিখোঁজ আছেন।

বৃহস্পতিবার (৬ বৃহস্পতিবার) ভোররাতে ডুবে যাওয়া নৌকাতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

কোস্টগার্ড জানান, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ২০ জন নিখোঁজ রয়েছে। 

নৌকাটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে। 

এটি বুধবারের পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। 

উম্মে রুম্মান

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রিসে | অভিবাসীবাহী | নৌকা | ডুবে | নিহত | ১৫