ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে তিন রান কম ৩০০ ভারতের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান সংগ্রহ করেছে ভারত।  টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটিই টি–টোয়েন্টিতে সর্বোচ্চ।  এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭৮ রান সংগ্রহ করেছিলো আফগানিস্তান।

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমান তালে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করতে থাকে ভারতীয় ব্যাটাররা।

 

টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কেবল অভিষেক শর্মা আউট হন চার রান করে। এরপর সাঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১, অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫, রিয়ান পরাগ ১৩ বলে ৩৪, হার্দিক পান্ডিয়া করেন ১৮ বলে ৪৭ রান।  আর নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান।   

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | ভারত | রান