দেশজুড়ে

পাচারকালে অর্ধকোটি টাকার আপেলভর্তি ট্রাক জব্দ করলো বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পাঁচ হাজার সাতশ কেজি আপেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে  উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া এলাকা থেকে আপেলের ট্রাকভর্তি আপেলের চালান জব্দ করা হয় বলে বায়ান্না টিভিকে জানিয়েছেন বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল বাশার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি জওয়ানরা শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সড়কে থাকা একটি ট্রাক তল্লাশি করে তাতে পাঁচ হাজার সাতশ কেজি আপেল পাওয়া যায়। ট্রাকভর্তি আপেল চালান আটক করা হয়। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ও ট্রাক চালক পালিয়ে যায়।

তিনি বলেন, সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যেই ট্রাকে করে আপেল আনা হয়েছিল।কিন্তু বিজিবির সতর্কতার কারণে প্রায় সাড়ে ৫৬ লাখ টাকার আপেলের চালানটি ভারতে পাচার করতে পারেনি পাচারকারীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আপেল | বিজিবি