জাতীয়

মন্দির ও পূজামন্ডপ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ভিত্তিহীন

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা নিক্ষেপ এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের প্রতিমার সোনার মুকুট চুরির ঘটনাকে দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রবণতা বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়এবার ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও অযাচিত বলে উল্লেখ করেছে বাংলাদেশ।

সোমবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, উৎসবের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তবে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান দেশের উদারনীতি এবং গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক। সরকার নিশ্চিত করছে যে, প্রত্যেক ব্যক্তির ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে, যা দেশের ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করে প্রমাণিত হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার সকল নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পরিচয়, ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের অধিকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চায় যে, তারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক পরিচয় রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পররাষ্ট্র মন্ত্রণালয়