দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন এবার সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হয়ে ফিরছেন না। স্টেইন বর্তমানে এসএ টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করছেন।
২০২৪ মৌসুমে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্টেইন একবার সানরাইজার্স থেকে নিজেকে প্রত্যাহার করেন। এরপর সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিনকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেয়া এক পোস্টে স্টেইন উল্লেখ করেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট এনাউন্সমেন্ট! সানরাইজার্স হায়দ্রাবাদকে বড় একটি ধন্যবাদ, কয়েক বছর আমি তাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমি আইপিএল ২০২৫ এ ফিরছি না। আমি দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপ এর হয়ে কাজ চালিয়ে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এসএ টোয়েন্টির দুইবারের শিরোপাজয়ী। চলুন চেষ্টা করি তৃতীয়বারের জন্য।‘
সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবে ২০২২ সালে যোগ দেন স্টেইন। এর আগে ডেকান চার্জাস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি।
ভারতীয় পেসার উমরান মালিকের উন্নতির জন্য আলাদা করে ‘ক্রেডিট’ দেয়া হয়ে থাকে স্টেইনকে।
এম এইচ//