ডেভিড ওয়ার্নার অবশেষে সিনেমার পর্দায় আসতে যাচ্ছেন। তিনি ভারতীয় সিনেমা ‘রবিনহুড’ এ অভিনয় করেছেন। শনিবার (১৫ মার্চ) এই তথ্য ওয়ার্নার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। আজ মুক্তি পেয়েছে রবিনহুড সিনেমার পোষ্টার, যেখানে ওয়ার্নারকে স্বাগত জানানো হয়েছে।
এছাড়াও চলতি মাসের শুরুতে ভারতের প্রযোজক রবি শংকর জানিয়েছিলেন ওয়ার্নার ভারতের সিনেমায় অভিনয় করছেন।
রবিনহুড সিনেমার পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।‘
এক্স হ্যান্ডেলে এই পোস্ট শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমার প্রধান চরিত্র হিরো নিতিন। পরিচালক ভেঙ্কি কুদুমুলার।
সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সুবাদে তেলেগু ভাষার সঙ্গে ওয়ার্নারের পরিচিতি আছে। তিনি দলটির হয়ে ৭ মৌসুম খেলেছেন, একমাত্র শিরোপাও জিতিয়েছেন।
ভারতীয় বিভিন্ন গান ও সিনেমার ডায়লগে বিভিন্নভাবে অংশ নিতে দেখা গেছে ওয়ার্নারকে। বিশেষ করে করোনাকালীন সময়ে একাধিক ভারতীয় গানের সঙ্গে নেচে-গেয়ে সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন ওয়ার্নার। তার সঙ্গে মাঝেমধ্যে তার শিশু বাচ্চাদের ও স্ত্রীকে দেখা যেত।
এমএইচ//