ক্রিকেট

ভারতীয় সিনেমায় অভিষেক হচ্ছে ওয়ার্নারের, নিবেন যতো পারিশ্রমিক

পুষ্পা টু সিনেমায় ডেভিড ওয়ার্নার অভিনয় করবেন এমন গুঞ্জন শোনা গিয়েছিলো। যদিও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি। তবে অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনারের এবার ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।  রবিনহুডসিনেমায় দেখা যাবে ওয়ার্নারকে।

ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য মতে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাত মৌসুম খেলার সুবাদে  তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো।  এখন দল পরিবর্তন করলেও তিনি অনেকটা হায়দরাবাদের ঘরেরই ছেলে।   

রবিনহুডসিনেমায় ওয়ার্নারের থাকা তাঁর সমর্থকদের জন্য চমক হয়ে এসেছে। ভারতীয় পত্রিকা দ্য স্টেটসম্যান জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শংকর।

 

গেলো বছরের ডিসেম্বরে রবিনহুডসিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সিনেমাটির নতুন মুক্তি ডেট ঠিক করা হয়েছে আগামী ২৮ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতীয় | ওয়ার্নার