আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

শনিবার (১৯ অক্টোবর) এই হামলা হয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, হামলার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা বাসভবনে ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়। যা ইসরাইলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।

 

গেলো বুধবার ইসরাইলি হামলা হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেয়া হয়। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।

কেএস//  

এ সম্পর্কিত আরও পড়ুন হিজবুল্লাহ