জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান এ সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের খোলামেলা আলোচনা হয়েছে।
জাতিসংঘের প্রতিনিধিরা জামায়াতে ইসলামের সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। জবাবে জামায়াত আমির এ বিষয়ে বিভিন্ন দিক প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রমুখ।
আই/এ