জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের মধ্যে থেকে প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে অনুদান দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।
শুক্রবার (১ নভেম্বর) শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সারজিস বলেন, ‘আমরা আপাতত প্রতি সপ্তাহে ২০০ জন করে শহীদ পরিবারের মাঝে অনুদানের টাকা বা চেক হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে নির্ধারিত ২০০ শহীদ পরিবারের প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে বিতরণ করা হবে।‘
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, ‘এটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষের টাকা। এর আগে আমরা বিভিন্ন ব্যক্তিপূজা দেখেছি, সংগঠনপূজা দেখেছি। সেগুলো থেকে বের হয়ে এখন যাদের টাকা পাওয়া উচিত তাদেরকে খুঁজে বের করে আমরা টাকাটা দিচ্ছি।‘
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৪ ধাপে ২০০ শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এই কাজের জন্য ২০ টি দল কাজ করছে বলে জানিয়েছেন সারজিস আলম।
এম এইচ//