জাতীয়

লেবাননে সাম্প্রতিক যুদ্ধাবস্থায়

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

বায়ান্ন প্রতিবেদন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফেরত বাংলাদেশী ছবি: সংগৃহীত

লেবাননে চলমান যুদ্ধের কারণে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এসব বাংলাদেশি দেশে ফিরেন। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন।

এ সময় তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আইওএম’র বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

এর আগে, এর আগে, সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।।

 

বৈরুতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফেরার জন্য লেবাননে ১ হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন।  তাদের ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনা হবে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন লেবানন