আন্তর্জাতিক

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

জো বাইডেন ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি বলেছেন, ‘দেশের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে’ তার প্রশাসন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই প্রক্রিয়াটি সহজ করে তুলবে। শুক্রবার (৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

বাইডেন তার বক্তব্যে উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের প্রচেষ্টার প্রশংসা করেছেন। যদিও নির্বাচনে তার বড় ব্যবধানে পরাজয়ের পর ডেমোক্র্যাটদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। অনেকেই মনে করেন, বাইডেনের বয়স এবং পুনর্নির্বাচনে অংশগ্রহণই দলের জন্য সমস্যার কারণ ছিল। হ্যারিস প্রচারাভিযানে জনগণকে বুঝাতে ব্যর্থ হওয়ায়, অর্থনৈতিক সমস্যা এবং মুদ্রাস্ফীতি নিয়ে ভোটারদের মধ্যে আস্থার অভাব সৃষ্টি হয়েছিল বলে ধারণা।

বাইডেন বলেন, আমেরিকান গণতন্ত্র বিশ্বে আত্মশাসনের সর্বোৎকৃষ্ট উদাহরণ, যেখানে জনগণের ইচ্ছাই সর্বদা বিজয়ী হয়। তিনি স্বীকার করেন যে, এবারের যুদ্ধে তারা পরাজিত হলেও, তার প্রশাসন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে গেছে। বাইডেন দাবি করেন তার নেতৃত্বে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন অর্জিত হয়েছে।

অনেক ডেমোক্র্যাট এ পরাজয়ের জন্য বাইডেনের দীর্ঘস্থায়ী নেতিবাচক জনপ্রিয়তাকেই মূল কারণ মনে করছেন, যা আফগানিস্তান থেকে বিশৃঙ্খল প্রত্যাহার এবং ২০২৪ সালে ট্রাম্পের সাথে বিতর্কে বাইডেনের বারবার হোঁচট খাওয়াকে ঘিরে তৈরি হয়েছিল। একপর্যায়ে, তিনি নিজ প্রার্থীতা প্রত্যাহার করে হ্যারিসকে সমর্থন জানান।

এদিকে, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের বক্তব্যে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বিতাড়নই হবে তাঁর প্রথম কাজ। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'নিরাপত্তার প্রশ্নে কোনো মূল্যের হিসেব রাখা যাবে না।'

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন জো বাইডেন | ডোনাল্ড ট্রাম্প