দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিন। একইসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া।
শুক্রবার (৮ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।
ট্রাম্পের নির্বাচনী প্রচরাণায় গুলির ঘটনা উল্ল্যেখ করে পুতিন বলেন, জুলাইয়ে পেনসেলভেনিয়ার ওই ঘটনায় ট্রাম্প সত্যিকারের মানুষের মত আচরণ করেছেন। গুলি খাওয়ার পরে তিনি হাত মুষ্ঠিবদ্ধ করে যেভাবে বারবার “লড়াই লড়াই” বলেছেন তাতে তিনি সত্যিকার অর্থে সাহসী মানুষের পরিচয় দিয়েছেন। ওই ঘটনায় ট্রাম্পের আচরণে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণা চালানোর সময় ট্রাম্প আলোচনার ও চুক্তির মাধ্যমে “২৪ ঘণ্টার মধ্যে” এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল, এটি অন্তত মনোযোগের সাথে বিবেচনার দাবি রাখে।
অনুষ্ঠানে সংলাপের জন্য পুতিন প্রস্তুত কি না এমন প্রশ্ন করা হলে তিনি দুইবার জোর দিয়ে বলেন, “আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত”
এর আগে গেলো বৃহস্পতিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের সাথে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন এবং তারা অবশ্যি কথা বলবেন।
আই/এ