রবার্ট লেভেনডফস্কির বৈধ গোল বাতিল করা একধরনের পাগলামি বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে বেশ হতাশ পুরো বার্সা টিম। ম্যাচে নেয়া ১১ টি শটের একটিও লক্ষ্যে ছিল না। উড়তে থাকা বার্সেলোনা চলতি মৌসুমে এমন মুহূর্তের সাক্ষী হয়নি কখনো।
সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন শেরাল্ডো বেকের। তবে গোল এসেছিল বার্সার পক্ষ থেকেও, সেই গোল বাতিল করেছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভার। ম্যাচের ১৩তম মিনিটে ডিবক্সের ভেতরে প্রতিপক্ষের ভিড় থেকে গোল করে বসেন লেভেনডফস্কি। বার্সা গোলের উদযাপন শুরু করলেও ওদিকে ভার থেকে অফসাইডের সিদ্ধান্ত জানানো হয়। আর এতেই ম্যাচ শেষে বিরক্তি দেখিয়েছেন বার্সা কোচ ফ্লিক।
বার্সেলোনার এই হারে অনেকখানি হালকা বোধ করবে রিয়াল মাদ্রিদ। এখনো অবশ্য বার্সার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে মাদ্রিদ। যেখানে বার্সেলোনা ১৩ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে, আর মাদ্রিদ এক ম্যাচে কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে চোটের কারণে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি লামিনে ইয়ামাল। এই ম্যাচে ইয়ামালকে মিস করেছে পুরো বার্সা দল। আন্তর্জাতিক বিরতির পর ইয়ামাল ঠিকভাবে ফিরে আসতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ হান্সি ফ্লিক।
এম এইচ//